jibon dip

সর্বশেষ খবর :

  • -
হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

৭২-সূরা জিন্ন্


২৮ আয়াত, ২ রুকু, মক্কী


 


১। বল, আমার প্রতি ওহী প্রেরিত হইয়াছে যে, জিন্নদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে, 'আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করিয়াছি,


২। যাহা সঠিক পথনির্দেশ করে; ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি। আমরা কখনও আমাদের প্রতিপালকের কোন শরীক স্থির করিব না,


 


 


assets/data_files/web

প্রার্থনা ও প্রশংসা এই দুটো জিনিস স্বয়ং বিধাতাও পছন্দ করেন।


-সুইডেন বাগ।


 


 


 


 


 


ধর্মের পর জ্ঞানের প্রধান অংশ হচ্ছে মানবপ্রেম-আর পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষের মঙ্গল সাধন।


 


 


ফটো গ্যালারি
চাঁদপুরে আরো ১২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৫৯
২৮ মে, ২০২০ ১৩:৫২:৫৪
প্রিন্টঅ-অ+


চাঁদপুর জেলায় আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। পজিটিভ রিপোর্টের ১২জনের মধ্যে চাঁদপুর সদরের ৪ জন, হাজীগঞ্জের ৩ জন, ফরিদগঞ্জের ৩ জন ও শাহরাস্তির ২ জন রয়েছেন। আজকের ১২ জন নিয়ে জেলায় মোট কেরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৫৯ জন।জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৫৯ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮৫, ফরিদগঞ্জে ২৯, মতলব উত্তরে ৭, হাজীগঞ্জে ১০, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ১০ ও হাইমচরে ৪জন। মৃতের  ১৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, ফরিদগঞ্জে ৩ জন, কচুয়ায় ২ জন, হাজীগঞ্জে ১ জন, শাহরাস্তিতে ১ জন ও মতলব উত্তরে ১ জন।জেলা স্বাস্থ্য বিভাগ হতে প্রাপ্ত তথ্যমতে ২৮ মে বৃহস্পতিবার সকালে ৪৮ জনের নমুনা রিপোর্ট এসেছে।  তাদের মধ্যে ১২ জনের রিপোর্ট করোনা পজেটিভ। বাকি ৩৬ জনের রিপোর্ট করোনা নেগেটিভ।চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন চাঁদপুর কণ্ঠকে  জানান, নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে শহরের চৌধুরী মসজিদ সংলগ্ন স্ট্র্যান্ড রোডের ২ জন পুরুষ (একজনের বয়স ৫১ বছর ও অন্যজনের বয়স ৫২ বছর) এবং বড়স্টেশন ক্লাব রোডের ১ জন নারী (২২) রয়েছেন। অন্যজন পুরুষ (২৪), তবে তার ঠিকানা এখনও জানা যায় নি।


এই পাতার আরো খবর -
আজকের পাঠকসংখ্যা
১৬৮২৯৩
পুরোন সংখ্যা