ফজর | ৫:১১ |
যোহর | ১২:১৩ |
আসর | ৪:২১ |
মাগরিব | ৬:০১ |
এশা | ৭:১৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪১-সূরা হা-মীম আস্সাজদাহ, ৫৪ আয়াত, ৬ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৪। যখন তাদের নিকট রাসূলগণ এসেছিলেন তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে (এবং বলেছিলেন) তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত কারো না। তখন তারা বলেছিল : আমাদের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হলে তিনি অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন। অতএব তোমরা যেসব সহ প্রেরিত হয়েছো, আমরা তা প্রত্যাখ্যান করছি। ১৫। আর আ'দ সম্প্রদায়ের ব্যাপারে এই যে, তারা পৃথিবীতে অযথা দম্ভ করতো এবং বলতো : আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? তারা কি তবে লক্ষ্য করেনি যে, আল্লাহ, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা শক্তিশালী? অথচ তারা আমার নিদর্শনবলিকে অস্বীকার করতো। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন
ফুল ফোটে ঝরে যাওয়ার জন্যে। -চার্লস জি ব্লানডন।
পবিত্র হওয়াই ধর্মের অর্থ।
|
গত ৭ সেপ্টেম্বর রাতে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির উদ্যোগে ৪০তম প্রতিষ্ঠাতা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা রিয়াদস্থ নোফা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি অধ্যাপক আ,ক,ম রফিকুল ইসলামের সভাপতিত্বে – ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম গাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহ সভাপতি কারী মোহাম্মদ আবদুল হাকিম ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক মোল্লা , সাধারণ সম্পাদক মামুরুল হুদা মামুন , ফেনী জেলা বিএনপির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন , পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম , রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ , সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ফুজায়েল , কুমিল্লা জেলা বিএনপির উপদেষ্টা মোঃ জামাল মুন্সি , চট্রগ্রাম জেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাকের , সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ , নরসিংদী জেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বায়েজিদ , মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম , সহ সভাপতি রমজান আলী , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ হারুন , প্রধান উপদেষ্টা মোঃ শহীদ , সিনিয়র সহ সভাপতি মোঃ মোহন , সহসভাপতি মোঃ দেলোয়ার হোসেন , কাজী এমরান , মোঃ দেলোয়ার হোসেন , কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু পাটোয়ারি , বদিয়া শাখা বিএনপির সভাপতি বাবুল খান বাবুল , কেন্দ্রীয় যুবদলের উপদেষ্টা মোঃ ইউনুস , শাহরাস্তি থানা বিএনপির সভাপতি মোস্তফা কামাল প্রমুখ ।
বক্তারা বলেন – সরকার জেল জুলুম দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আটকে রাখতে পারবেনা , জনগন সরকারকে ক্ষমা করবেনা , আগামী নির্বাচনের আগেই বেগম জিয়াকে জেল মুক্ত করতে সকল নেতা কর্মীদের ঐক্য গড়ার আহবান জানান ।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |