দু চোখে তৃষ্ণা এখন মধ্যরাত_
ভাবতেই পারো, শিকারের টানে শিকারী পাতছে ফাঁদ
নিশুতি মধ্যরাত।
রাত্রির ঘোর বাড়ে
খুঁজে নিও যদি হারাই কখনোও নিখুঁত অন্ধকারে।
মেঘনা নদীর পাড়ে...
চাঁদের সাথেই হাঁটতে হাঁটতে এসেছি অনেক দূর
আমার কথায় গান লিখেছে মহাপ্রণয়ের সুর।
যে হাত পুড়েছে তোমায় পোহাতে এসে
সে হাতে ডাকছি তোমাকেই, ভালোবেসে।
করিডোরজুড়ে জমছে বেনামী কথা_
কোথায় হারালে সন্ধ্যা নামার শেষে?
কোথায় গাইবো শোকের-সুখের গান?
অজস্র প্রেম জমে আছে-অমস্নান...
কোথায় আমার সবটুকু নীরবতা_
কার কথা ভেবে ব্যাকুল হচ্ছে প্রাণ!
দু চোখে তৃষ্ণা এখনও কাটেনি রাত
লেগে থাক চোখে প্রেমিকার চুমু অথবা অশ্রুপাত।
শব্দের সংঘর্ষে
খোলা জানালায়-বায়ু ভাসছে
প্রেম স্বশরীরে দূরে যাচ্ছে
আমি অাঁকছি, ভাঙা পেন্সিল-ভেঙে যাচ্ছে।
চিরে চারপাশ-চোখে ঘুম ঘুম, ধোঁয়া ভাসছে
রেখা টানছে_
পথ চলে যায়, কথা বলে যায়-কিছু না বলা
প্রিয় ক্যানভাস, কালো জোৎস্নায়-পথ ঢাকছে
কথা বলে যাও, প্রিয় শত্রু-ধরো বিনয়ের-উঁচু অস্ত্র
যদি যেতে চাও-যাও চলে যাও-খোল মিথ্যের মোহ বস্ত্র।
আমি বাধার সীমানা উপড়ে ফেলেছি কবে!
মনে রেখো এই মানচিত্র-চিরায়িত অনুভবে।
যদি থাকতে-তবে খুঁজতাম-ভাঙা পেন্সিল
ঘর হাতড়ে-কত জোনাকি-ভাসা রাত্রে
জল টিপটিপ-বেয়ে পড়ছে-আমি ভাবছি
শোক অাঁকছি-খোলা জানালায়-বায়ু ভাসছে
শেষ সন্ধ্যায়-পাখি চলে যায়-বলো কে কতোটা-মনে রাখছে?
বিবর্তিত বিবরণ
শিরোনামহীন কোনো এক গল্পে
যে নারীর হাতে সদ্যভূমিষ্ঠ প্রেমের হত্যা হয়েছিলো
সে যন্ত্রণা আমি হুবহু অনুভব করছি।
বিবর্তনে বিবর্তিত হতে হতে পৃথিবীর বুকে
আজ শুধু উঁইপোকার বাস।
যা কিছু এখন আয়ত্তে
হারানোর আগে কতটুকু নিজের ছিলো?
নায়কের মৃত্যু হয় আকাশচুম্বী হিংসার শিরোনামে।
চারপাশে অজস্র অভিনয়শিল্পী
মঞ্চজুড়ে অবলীলায় চলছে ছলনার চাষ!
একদিন,
বেতনভুক্ত পিঁপড়ের আঘাতে ভাঙবে হাতির ঘর।
কৃত্রিম ক্ষুধার ছবি অাঁকতে অাঁকতে ফুরিয়ে যাবে পেন্সিল...।
নিয়মিত নিশ্বাস
আজ সীমানাজুড়ে প্রবল বৃষ্টি হবে
ভাঙবে হাশেম মিয়ার নড়বড়ে ঘর_
চিৎকারে বৃষ্টি থামার দোয়া আওড়াবে তিনি_
বৃষ্টি ক্রমশ বাড়বে...
ক্রমাগত রাত্রি গভীর হবে,
বজ্রপাতের মতো হাশেম মিয়ার ঘর ভাঙবে।
আনন্দে আত্মহারা হবে শোকার্ত কৃষকের দল
স্বস্তি নামবে রৌদ্র খরার বুক চিরে,
শোকরিয়া জানাতে জানাতে সিজদায় লুটিয়ে পড়বে কৃষকেরা।
মুদ্রার ওপিঠে একজন অবিশ্বাসীর জন্ম হবে।
খাদক
একদল আধুনিক প্রাণি
সুষম খাদ্য থেকে খেতে খেতে
মাটি, বালু, নর্দমা সব খায়!
কানাই বাবুর ধানের জমি খায়
বাবুল শেখের গরুর গোয়াল খায়
রাতের অাঁধারে তরুণী-খাদ্য খায়
হাতের সামনে যা কিছু পায়-খায়।
ব্যর্থ মায়ের বস্ত্র ছিঁড়ে খায়,
মরা মানুষের কলিজা ছিঁড়ে খায়,
সহজে-নির্দ্বিধায়।
বলছি প্রাণিজগতের স্ববিনাশী এক জীবের কথা,
মানুষ সর্বভুক প্রাণি।
ফজর | ৫:০৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬১-সূরা সাফ্ফ ১৪ আয়াত, ২ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১১। উহা এই যে, তোমরা আল্লাহ ও তাঁহার রাসূলে বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন-সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিবে। ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে!
দুঃখীদের মনের জোর কম থাকে। -রবার্ট হেরিক।
যে ব্যক্তি বিদ্যার জন্য জীবন উৎসর্গ করেছেন, তিনি মৃত্যুঞ্জয়ী।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |