টুঙ্গীপাড়ায় মহাঘুমে ঘুমিয়ে আছো তাই
হাজার চিঠি লিখেও তোমায় সাড়া মিলে নাই।
লিখেছি আর ছিঁড়েছি কত, নেইকো হিসেব তার
মনের পাতায় লিখে লিখে, যুগ করেছি পার।
দেশের জন্য লিখে গেছ স্বাধীনতার গান
ভুলবে না তাই দেশ ও জাতি তোমার অবদান।
স্বাধীনতার স্থপতি! বাঙালিদের নয়নমণি
তোমার শোকে দেশ-জননীর চোখে আজও পানি।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির খেতাব শিরে তুলে
ফিরলে দেশে বীরের বেশে কারার বাঁধন খুলে।
বিশ্ব সভায় বাংলাদেশ হলো একটি স্বাধীন দেশ
সেই মহিমায় তোমায় নিয়ে আজও জাতির গর্ব বেশ।
জেল, সেল, করলে বরণ যাদের ভালবেসে
অকাতরে তারাই তোমায় মারল অবশেষে।
তোমার জন্য দোয়া করি খোদার দরবারে
মহান খোদা তোমায় যেন জান্নাতবাসী করে।
ফজর | ৫:২২ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:০৭ |
মাগরিব | ৫:৪৫ |
এশা | ৭:০১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬১-সূরা সাফ্ফ ১৪ আয়াত, ২ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৭। যে ব্যক্তি ইসলামের দিকে আহূত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার অপেক্ষা অধিক যালিম আর কে? আল্লাহ যালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।
ব্যবসায়ীদের নিজস্ব কোনো দেশ নেই। - জেফারসন।
যদি মানুষের ধৈর্য থাকে তবে সে অবশ্য সৌভাগ্যশালী হয়। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |