রোগকে নিরব ঘাতক বলা হয়। এটি রোগীর অজান্তেই কাজ করে চলে এবং সঠিকভাবে সচেতন না হলে তা মৃত্যুমুখে ঠেলে দেয়। এ রোগের সঙ্গে প্রায়ই উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো সমস্যা দেখা যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ডায়াবেটিস রোগ আগেভাগে নির্ণয় করতে সক্ষম হলো রোগটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। এতে ডায়াবেটিস রোগীও সুস্থ থাকতে পারে। এ লেখায় থাকছে ডায়াবেটি রোগের কিছু লক্ষণ। এগুলো মিলে গেলে ডায়াবেটি পরীক্ষা করাতে হবে।
এক তৃতীয়াংশ ডায়াবেটিস রোগী জানতেও পারে না যে, রোগটি তাদের আছে। আর তাই রোগটি নির্ণয় করা অত্যন্ত জরুরি।
১. ঘন ঘন তৃষ্ণার্ত হয়ে যাওয়া এবং মুখ শুকিয়ে যাওয়া
২. ঘন ঘন প্রস্রাবের চাপ আসা এবং প্রচুর প্রস্রাব হওয়া
৩. ক্ষুধা বৃদ্ধি
৪. ওজন কমে যাওয়া (বেশি খাওয়ার পরেও ওজন না বাড়া)
৫. দুর্বলতা (সামান্য পরিশ্রমেই আচ্ছন্নতা ও ক্লান্তি)
৬. ঘন ঘন সংক্রমণ, ক্ষত আরোগ্য হতে দেরি হওয়া। দেহের বিভিন্ন অঙ্গে ফাঙ্গাস সংক্রমণ হওয়া। বিশেষ করে যেসব অংশ ঢেকে থাকে সেসব অংশে ঘন ঘন চুলকানি হওয়া
৭. দৃষ্টি ঘোলা হয়ে যাওয়া।
এর কোনো লক্ষণ মিলে গেলেই যে আপনার ডায়াবেটিস হয়েছে, এমনটা বলা যাবে না। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে দেখতে হবে। এক্ষেত্রে আপনার যদি ডায়াবেটিস নির্ণীত হয় তাহলেও চিন্তার কিছু নেই। সঠিক নিয়ম মেনে চললে ডায়াবেটিস রোগী সুস্থ থাকতে পারে। আর রোগটি যদি নির্ণয় করা না হয় তাহলেই বিপদ। কারণ এতে রোগীর দেহে অজান্তেই মারাত্মক ক্ষতি করতে পারে রোগটি, যার কারণে মৃত্যুও হতে পারে।
* চিকিৎসাঙ্গন বিভাগে লেখা পাঠানোর ই-মেইল
রহঃড়.ধষধসরহ@মসধরষ.পড়স
ফজর | ৪:১৯ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৩ |
এশা | ৭:৩৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৬-সূরা 'আলাক ১৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
নত হই ছোট নাহি হই কোনমতে। _রবীন্দ্রনাথ ঠাকুর/কণিকা। নারী পুরুষের যমজ অর্ধাঙ্গিনী।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |