প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:২৮
ফেসবুকে ষ্ট্যাটার্স দেখে কালর্ভাট সংস্কার করলেন ইউএনও।

ভাঙ্গা কালভার্ড দিয়ে মানুষজন চলচলে দূর্ভোগে ভূগে আর সেই ভাঙ্গা কালভার্ডেরর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে স্থানীয়রা। পোষ্টটি দেখে সেই ভালভার্ড সংস্কারে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাটি
হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন আড়ং বাজার ও পৌরসভাধীন কংগাইশ সড়কের অংশে অবস্থিত।
খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ষ্ট্যাটার্স দেথে তাৎখনিক ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এর পরেই তিনি এটি সংস্কারে উদ্যোগ গ্রহন করেন। এতে সহযোগিতা করেন,
উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান।
খোঁজ নিয়ে আরো জানা যায়, প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ৫ মিটার দৈঘ্য ও ৩ মিটার প্রস্থের এই কালর্ভাটটি ইতিমধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা হয়। যা কয়েক দিনের মধ্যেই চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ।
সরেজমিন দেখা যায়, কিছু দিন পূর্বে কংগাইশ-হাড়িয়াইন সড়কের আড়ং বাজার যাওয়ার পথের কালর্ভাটটি হঠাৎ করে ভেঙ্গে পড়ে । এতে মানুষ ও যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগের পড়েন স্থানীয় ও এলাকার মানুষ। পরে ভাঙ্গা কালর্ভাটের উপর গাছ ফেলে পথচারীরা কোন মতে ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন। বিশেষ করে শিশু-কিশোরসহ স্কুলগামী শিক্ষার্থী ও সন্ধ্যার পরে অপরিচিত লোকজন ওই রাস্তা দিয়ে চলাচলের সময় প্রায় দুঘর্টনা শিকার হতেন। বিষয়টি কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নজরে আসলে, তিনি তাৎখনিক কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ লাখ ৪১ হাজার ২’শ টাকা ব্যয়ে ৫ মিটার দৈঘ্য ও ৩ মিটার প্রস্থের কালর্ভাটটি সংস্কার করা হয়েছে। আগামি কিছু দিনের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে।
এদিকে ভাঙ্গা কালর্ভাটটির দ্রুত সংস্কার করায় স্থানীয় ও এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ভাঙ্গা কালর্ভাটটি দ্রæত সংস্কার করা হয়েছে। এসময় তিনি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।