প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১১:৪৭
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

গত ২৮ মার্চ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি),চাঁদপুর কর্তৃক আয়োজিত নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দশকে দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ড. প্রকৌশলী মো: সাকাওয়াৎ আলী, অধ্যক্ষ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি(আইএমটি), চাঁদপুর।
বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়াত হোসেন গাজী বিল্লালসহ সংশ্লিষ্টগণ এসময় উপস্থিত ছিলেন।