প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ০০:৩৯
চাঁদপুরে করোনার সংক্রমণ নিম্নমুখী

স্বস্তির খবর হচ্ছে- চাঁদপুরে করোনাভাইরাস সংক্রমণের হার ক্রমান্বয়ে নিম্নমুখীর দিকে যাচ্ছে। ১১ আগস্ট বুধবার শনাক্তের হার হয়েছে ২৮ শতাংশ। মঙ্গলবার ছিল ৩১ শতাংশ, তার আগের দিন ছিল ৩০ শতাংশ, তারও আগেরদিন ছিল ৩২ শতাংশ। এভাবেই চাঁদপুরে করোনাভাইরাস সংক্রমণ নিম্নমুখী হচ্ছে। তবে মৃত্যুর সংখ্যা কমে নি। বুধবার হাসপাতালেই মারা গেছে ১২ জন। তার মধ্যে করোনা পজিটিভ ছিল ৫ জন।
|আরো খবর
বুধবার রাতে সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, এদিন জেলার ৫৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ শতাংশ। এছাড়া এদিন করোনা পজিটিভ রোগী পাঁচজন মারা গেছেন। এই পাঁচজনসহ সরকারি হিসেবে এ পর্যন্ত মারা গেছেন ২০৯ জন।
বুধবার নতুন শনাক্ত হওয়া ১৫৩ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হলো : চাঁদপুর সদর ৬৪, হাইমচর ১, ফরিদগঞ্জ ১৪, হাজীগঞ্জ ২৯, মতলব দক্ষিণ ১৯, কচুয়া ১৬, শাহরাস্তি ৪ ও মতলব উত্তরে ৬ জন।