শনিবার, ০৩ জুন, ২০২৩  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ২০:২২

হাজীগঞ্জে বাজার তদারকি অভিযানে জরিমানা

হাজীগঞ্জে বাজার তদারকি অভিযানে জরিমানা
কামরুজ্জামান টুটুল

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে হাজীগঞ্জ বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল।

দিন দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে হাজীগঞ্জ বাজারস্থ ওয়েলকাম সুপার শপকে নগদ ২০ হাজার টাকা, প্রিন্স স্টোরকে ১৫ হাজার টাকা ও সরকার ফার্মেসিতে ২০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

অধিদপ্তর সূত্র জানায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত মতাবলে, জেলা প্রশাসক, চাঁদপুরের নির্দেশনা মোতাবেক, হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় হাজীগঞ্জ বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল চাঁদপুর কন্ঠকে জানান, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মেনে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়