চাঁদপুর, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ২০ জিলকদ ১৪৪৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ১৭ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন না করতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সর্বোচ্চ চেষ্টা
  •   বিজ্ঞান শিক্ষায় আগ্রহীদের উদ্ভাবক হিসেবে তৈরি করতে হবে : জেলা প্রশাসক কামরুল হাসান
  •   একদিনের ব্যবধানে ৪ মেয়ে শিশুর মৃত্যু : এবার আশিকাটিতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন
  •   ২৮৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজীগঞ্জ পৌরসভা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪০

বৈদেশিক বিনিয়োগের তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ

অনলাইন ডেস্ক
বৈদেশিক বিনিয়োগের তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ

বৈদেশিক বিনিয়োগ বিষয়ক তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ম অনুযায়ী, বছরে চারবার অর্থাৎ তিন মাস পরপর নির্ধারিত প্রান্তিক শেষে পরবর্তী এক মা‌সের ম‌ধ্যে বৈদেশিক বিনিয়োগের তথ্য পাঠা‌নোর নি‌র্দেশনা ছিল। তথ্য পাঠা‌নোর এ সময়সীমা ১০ দিন ক‌মি‌য়ে আনা হয়েছে। এখন থে‌কে প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ২০ দিনের মধ্যে বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে।

দেশে কার্যরত সব এডি শাখায় পাঠানো ওই সার্কুলারে বলা হয়, সব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠান (১০০% বিদেশি ও যৌথ মালিকানাধীন) কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-১ ও সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি এবং সকল আউটওয়ার্ড এফডিআই প্রেরণকারী প্রতিষ্ঠান কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-২ সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি (রিপোর্টিং সংশ্লিষ্ট ত্রৈমাসিকের নিরীক্ষিত/অনিরীক্ষিত আর্থিক বিবরণী, অন্তর্মুখী ও বহির্মুখী রেমিট্যান্সের দলিলাদি ইত্যাদি) প্রতি ত্রৈমাসিকের পরবর্তী এক মাসের পরিবর্তে ২০ দিনের মধ্যে তাদের সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংকে (রিপোর্টিং ব্যাংক) দাখিল করতে হবে। সব এফডিআই গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠানের দাখিলকৃত এফডিআই রিপোর্টিং ফরম-১ এবং সকল আউটওয়ার্ড এফডিআই প্রেরণকারী প্রতিষ্ঠানের দাখিলকৃত এফডিআই রিপোর্টিং ফরম-২ অনুমোদিত ডিলার ব্যাংক (রিপোর্টিং ব্যাংক) কর্তৃক যাচাই-বাছাই শেষে অন্তর্মুখী ও বহির্মুখী প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড) এর তথ্য সংশ্লিষ্ট র‌্যাশনালাইজড ইনপুট টেমপ্লেট (আরআইটি)-এ যথাযথভাবে পূরণপূর্বক তা ওয়েব পোর্টালের মাধ্যমে প্রতি ত্রৈমাসিকের পরবর্তী এক মাস ১৫ দিনের পরিবর্তে এক মাসের মধ্যে এফডিআই রিপোর্টিং ফরমের হার্ড কপিসহ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এফআইইডি ম্যানেজমেন্ট সেলে দাখিল করতে হবে। চলতি বছরের জানুয়ারি-মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়