চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১১

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে দুদিনই মঞ্চ মাতাবেন দেশ-বিদেশের সেরা শিল্পীরা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে দুদিনই মঞ্চ মাতাবেন দেশ-বিদেশের সেরা শিল্পীরা

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে দুদিনই থাকছেন দেশ-বিদেশের একাধিক সেরা শিল্পী ও ব্যান্ডদল। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চাঁদপুর স্টেডিয়াম মাঠে জমকালো আয়োজনে দেশের সেরা লাইট ও সাউন্ড নিয়ে প্রথমদিন ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মঞ্চ মাতাবেন দেশের সেরা কাওয়ালি শিল্পী সমির কাওয়াল, দেশ-বিদেশের মঞ্চ মাতানো কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও আধুনিক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি এবং দেশের সেরা মিউজিক দল ইমন চৌধুরী। ২৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একই মঞ্চ কাঁপাবেন ভারতবর্ষের সেরা বাংলার গায়েন নচিকেতা, দেশের অন্যতম সেরা ব্যান্ডদল শিরোনামহীনসহ আরও অনেকে। এটি নিশ্চিত করেন ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব আলম পলাশ। তবে এ অনুষ্ঠানে অন্যতম দেশের সেরা গায়ক কুমার বিশ্বজিৎ আসার জন্যে একটি চুক্তিপত্র করলেও কানাডায় সড়ক দুর্ঘটনায় তার ছেলে নিবিড় কুমার মারাত্মক আহত হওয়ায় হয়তো তিনি আসতে পারছেন না। এরপরও এই আয়োজনে আরও আকর্ষণ থাকতে পারে বলে জানান ৭৫ বছর পূর্তি উদ্যাপন কমিটির সদস্য সচিব ও পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

এদিকে সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক অজয় কুমার ভৌমিক বলেন, আমাদের এই কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৭৫জন নারী ও পুরুষ শিল্পীর সমন্বয়ে সমবেত জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান, তার সাথে আরও ২৫জন নৃত্য শিল্পী নাচ পরিবেশন করবেন।

৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্যাপন কমিটির আহ্বায়ক চাঁদপুর কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আমাদের এই দুদিনের অনুষ্ঠান শুধু চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে যারা রেজিস্ট্রেশন করেছেন ও আমন্ত্রিত অতিথি শুধু তারাই তা উপভোগ করতে পারবেন। এ জন্য যথাসময়ে সকলকে পরিচয়পত্র বহন করে অনুষ্ঠানে আসার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়