শনিবার, ০৩ জুন, ২০২৩  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০

আত্মার বিলাপ
রাইসুল এইচ চৌধুরী

আর কতো গুঁড়ো করো স্বপ্নমালা

স্বপ্নবাজ হয়ে, বড় আশা করে

রেখেছিলাম জীবনবাজি;

এ মহাফেজখানায়Ñ

কুঁড়ে কুঁড়ে কালিমামেখে;

মেঘদূত ছুঁয়ে ছুঁয়ে,

পরিবাহিত জীবন বেয়ে

আর কতো জ্বালো তুমি

চন্দনের আভা।

অপরিপাটি প্রাণ নিয়ে

এলেবেলে রাস্তায়,

সকাল-বিকেল ঠোকর খেতে খেতে

সঞ্চিত যা ছিলো;

তিলে তিলে নিঃশেষ করে

মধ্যযুগীয় কায়দায়,পোড়া বাসনের ন্যায়

ব্যবহার্য সামগ্রী হয়ে,

আর কতো কষ্ট পাবো!

গলে গলে, পলে পলে

হার গোড় পোড়ায়ে,

ছুড়ে ফেলা, ঘুণে ধরা

এই জরাজীর্ণ, উইপোকার শহরে।

আর কতো গুড়ো করো স্বপ্নমালা

আর কতো!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়