প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
সহজেই যাদের করো বিশ্বাস
তারা সময়-সুযোগ বুঝে করবে সর্বনাশ।
চেনা মুখ অচেনা প্রবৃত্তি
বন্ধুত্বের রূপ ধরে শত্রুর আচ্ছন্ন।
প্রতিবেশীর প্রতিহিংসা
প্রতি পলে পলে
মুখোশের আড়ালেতে
ঘোরে নানা ছলে।
এদের সান্নিধ্য হতে
দূরে থাকো
নিজেকে নিজের মতো
নিরাপদ রাখো।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা : pathok.ck@gmail.com