চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

আজ চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল যুব গেমসের উদ্বোধন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে, ছুঁয়ে দিব আসমান’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের উদীয়মান তরুণ-তরুণীদের খেলাধুলায় অধিক আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ চাঁদপুরে অনুষ্ঠিত হবে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এর আগে সোমবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বছর বয়সী বালকদের নিয়ে শুরু হয়েছে উপজেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার ৭টি উপজেলা। উপজেলাগুলো হলো : হাজীগঞ্জ, মতলব উত্তর, কচুয়া, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলা দল। শুধুমাত্র শাহারাস্তি উপজেলা কোনো ইভেন্টেই অংশ নেয়নি।

সারাদেশেই শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস শুরু হয়েছে ২ জানুয়ারি সোমবার থেকে। সর্ববৃহৎ এ আসরে দেশের উদীয়মান যুব ক্রীড়াবিদরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে এবারের আসরের নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।

সোমবার ২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ জানুয়ারি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার প্রথম পর্ব, ১৬ থেকে ২২ জানুয়ারি ২য় পর্ব (আন্তঃজেলা) এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ঢাকায় চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে সর্বাধিক ৮টি, যার মধ্যে সর্বোচ্চ ২টি দলীয় ও ৬টি ব্যক্তিগত ডিসিপ্লিন নিবন্ধন এবং প্রতিটি ডিসিপ্লিনে তরুণ ও তরুণীরা অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।

এর আগে ২০১৮ সালে প্রথম বার যুব গেমস সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। গত আসরে ২১টি ডিসিপ্লিনে প্রায় ৫০ হাজার ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংগঠক অংশ নিয়েছিলেন। এবার আরো তিনটি সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিকস ডিসিপ্লিন অন্তর্ভুক্ত হয়েছে। মোট ২৪টি ডিসিপ্লিনে ৫০ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতায় ২০০৬ সালের পর জন্মগ্রহণ করা অনূর্ধ্ব-১৭ বাংলাদেশের সকল তরুণ-তরুণী অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। বয়স যাচাইয়ের ক্ষেত্রে জন্ম সনদই প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে।

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক এবং অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, এফসিএ, এমপিকে চেয়ারম্যান করে একটি শক্তিশালী সাংগঠনিক কমিটি এবং ১৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আর্মি স্টেডিয়ামে শেখ কামাল ২য় যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উপস্থিত থাকবেন। এর আগে ২০১৮ তে প্রথমবারের মতো যুব গেমস আয়োজন করা হয়।

এবার সাইক্লিং, রাগবি, জিমন্যাসটিক্সসহ মোট ২৪টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ থেকে ১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ১৬ থেকে ২২ জানুয়ারি এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। ২৬ ফেব্রুয়ারি ঢাকা আর্মি স্টেডিয়ামে যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশ যুব গেমস্-এর মডেলে নিজ নিজ দেশে গেমস্ আয়োজন করছে। গত আসরে ২১টি ডিসিপ্লিনে প্রায় ৫০ হাজার ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংগঠক অংশগ্রহণ করেছিল। এবার আরো তিনটি সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিকসসহ মোট ২৪টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ সংখ্যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।

গত ২৩ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান ও বিওএ সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি গেমসের লোগো ও মাসকট উন্মোচন করেন। এই আসরের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্। এছাড়া অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানও সহ-পৃষ্ঠপোষকতা করছে।

চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু উদ্বোধনী অনুষ্ঠান সহ সকল খেলাধুলা উপভোগ করার জন্য জেলার সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, জেলা ক্রীড়া সংস্থার সকল ক্লাব কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড় সহ সকল সুধীজনকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়