চাঁদপুর, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

আমি একজন ভালো ব্যাটসম্যান হতে চাই : জোবায়ের আহমেদ
অনলাইন ডেস্ক

কিছুদিন আগে সবেমাত্র প্রাইমারি জীবন শেষ করেছে। বর্তমানে পড়াশোনা করছেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে। বাবা- মায়ের অনুপ্রেরণায় চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হন জোবায়ের আহমেদ খান ছোয়াদ। তার বাবার নাম ফিরোজ আহমেদ এবং মায়ের নাম উম্মে মারিয়া সুমি। তিনি ব্যাটিং করেন ডান হাতে।

ক্রীড়াকণ্ঠের প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, আমি প্রতিদিন ক্লেমন একাডেমিতে চলে আসি ক্রিকেট খেলা শিখতে। এখানে আমার মত অনেক স্কুলপড়ুয়া ছাত্র ক্রিকেট খেলা শিখতে আসেন। ভালো লাগে একাডেমীর প্রধান স্যারসহ অন্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদেরকে খেলার ব্যাপারে উৎসাহ প্রদান করেন।

জোবায়েরের ব্যাটিং করাটাই মূল পছন্দ। সে একজন ভালো ক্রিকেটার এবং ভালো ব্যাটসম্যান হতে চায়। তার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো মানের ক্রিকেট খেলা। প্রতিদিনই সিএনজি অটোরিকশা, বিাস কিংবা অন্যান্য পরিবহন যোগে তিনি বাগড়া বাজার থেকে আসেন আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন ক্রিকেট একাডেমিতে। বর্তমানে একাডেমীর আঁতুড়ঘরের একজন খেলোয়াড় হিসেবে রয়েছেন। তার ব্যাটিং স্টাইলও অনেক সুন্দর। তার অনুশীলন দেখে একাডেমীর কর্মকর্তাগণ আশাবাদী যে, সে যদি নিয়মিত অনুশীলন করে যায় এবং খেলাধুলার সাথে জড়িত থাকে তাহলে ভবিষ্যতে একজন ভালো ক্রিকেটার হতে পারবে। সে অনূর্ধ্ব ১২ দলের হয়ে কুমিল্লা, লালমাই, লক্ষ্মীপুরসহ বেশ ক’টি টুর্নামেন্টে খেলেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়