চাঁদপুর, শনিবার, ১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ৯ রমজান ১৪৪৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ফেসবুকে পোস্ট দেখে কালভার্ট সংস্কার করলেন ইউএনও

ফেসবুকে পোস্ট দেখে কালভার্ট সংস্কার করলেন ইউএনও
কামরুজ্জামান টুটুল ॥

ভাঙ্গা কালভার্ট দিয়ে মানুষজন চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে আর সেই ভাঙ্গা কালভার্টের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে স্থানীয়রা। পোস্টটি দেখে সেই কালভার্ট সংস্কারে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কালভার্টটির অবস্থান হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন আড়ং বাজার ও পৌরসভাধীন কংগাইশ সড়কের অংশে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কালভার্ট সংক্রান্ত পোস্ট দেখে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। এর পরেই তিনি এটি সংস্কারে উদ্যোগ নেন। এতে সহযোগিতা করেন উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান।

জানা যায়, প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে ৫ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থের এই কালভার্টটির সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যা ক’দিনের মধ্যেই চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে কংগাইশ-হাড়িয়াইন সড়কের আড়ং বাজার যাওয়ার পথের কালভার্টটি হঠাৎ ভেঙ্গে পড়ে। এতে মানুষ ও যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় এলাকার মানুষজন। পরে ভাঙ্গা কালভার্টের ওপর গাছ ফেলে পথচারীরা কোনো মতে ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন। বিশেষ করে শিশু-কিশোরসহ স্কুলগামী শিক্ষার্থী ও সন্ধ্যার পরে অপরিচিত লোকজন ওই রাস্তা দিয়ে চলাচলের সময় প্রায়শই দুর্ঘটনার শিকার হতেন। বিষয়টি কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নজরে আসলে তিনি তাৎক্ষণিক কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ লাখ ৪১ হাজার ২শ’ টাকা ব্যয়ে ৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের কালভার্টটি সংস্কার করা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে কালভার্টটি উন্মুক্ত করে দেয়া হবে।

এদিকে ভাঙ্গা কালভার্টটি দ্রুত সংস্কার করায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ভাঙ্গা কালভার্টটি দ্রুত সংস্কার করা হয়েছে। এ সময় তিনি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়