চাঁদপুর, শনিবার, ১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ৯ রমজান ১৪৪৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৯

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানাচ্ছি। আপনারা আমাকে ভোট দিয়ে তিন বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমিও আপনাদের সর্বোচ্চ সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকলে পর্যন্ত চাঁদপুর মেঘনা নদীর পশ্চিমে পাড় হাইমচর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাহেবগঞ্জ বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভাবতে অবাক লাগছে

চরাঞ্চলেও বিদ্যুৎতের আলো জ্বলছে। লোকজনের চলাচলের সুবিধার্থে বিভিন্ন জায়গায় ব্রীজ, রাস্তা ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। যাদের মাথাগোজার ঠাঁই ছিলনা তাদেরকে গুচ্ছগ্রামে ঘর করে দেয়া হয়েছে। এখানকার লোকজন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলেদের জন্য খাদ্য সহায়তাসহ বিভিন্ন উপকরণ পাচ্ছেন। আগামীতে এই সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য চেষ্টা করা হবে।

হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওসমান প্রধানীয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ -সভাপতি জে আর ওয়াদুদ টিপু, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম ও হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ উদ্দিন প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়