চাঁদপুর, শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০, ১২ জিলকদ ১৪৪৪  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১৫:৩৮

বাংলাদেশ বিজনেস সামিট ইউরোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ,কাজী এনায়েত উল্লাহ

ইতালি প্রতিনিধি
বাংলাদেশ বিজনেস সামিট ইউরোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ,কাজী এনায়েত উল্লাহ

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইয়ের আয়োজনে বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। ১১ থেকে ১৩ মার্চ অনুষ্ঠিত হয়। ২০২৩ বাংলাদেশ বিজনেস সামিট।

জানা গেছে,এতে বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক বিদেশি বিনিয়োগকারীর অংশগ্রহণ করেন। এরমধ্যে ইউরোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়েছিলেন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ।

অনুষ্ঠিত অধিবেশনটি উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামিটে সৌদি আরব ও চীনের সাথে ১টি চুক্তি এবং ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন এই সামিটে যোগ দেওয়া অনেক ব্যবসায়ি প্রতিনিধিরা সামিটে কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে অংশ গ্রহণ করছেন ইউরোপের একটি প্রতিনিধদল তারমধ্য ছিলেন ব্যবসায়ী ফকরুল আকম সেলিম,শরিফ আল মমিন, টি এম রেজা, সাত্তার আলী সুমন,জানা মার্টিন,সংবাদিক লুৎফুর রহমান বাবু,আব্দুল মালেক হিমু প্রমুখ।

সামিট বিষয়ে কাজী এনায়েত উল্লাহ বলেন, “এফবিসিসিআইয়ের বাংলাদেশ বিজনেস সামিটে ইউরোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমার নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল অংশ নিয়েছিল। আমরা ডিজিটাল ও সমৃদ্ধময় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বদ্ধপরিকর। আমি আশা করছি,এই সামিটের মাধ্যমে আগামীতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ অনেকাংশে বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়