চাঁদপুর, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ৯ জিলকদ ১৪৪৪   |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২১ জুন ২০২২, ২৩:২০

চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু ও সাংগঠনকি সম্পাদক বেলাল হোসাইন

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান ২১ জুন মঙ্গলবার দিবাগত রাতে তারিখে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা স্ব স্ব ফেসবুক পেইজে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদিত কমিটি ঘোষণা দিয়েছে।

চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের অনুমোদিত কমিটির সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু ও সাংগঠনকি সম্পাদক বেলাল হোসাইন।

স্বাক্ষরিত পত্রে কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি পদে শাহীন আরাফাত ও ফয়সাল গাজী। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ রাব্বি খান। সাংগঠনিক সম্পাদক পদে বেলাল হোসাইন। এছাড়াও একই পত্রে ওয়াসিম জমাদার ও কামরুজ্জামান প্রধানীয়াকে চাঁদপুর জেলা ছাত্রলীগে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান উভয়ই বলেন, আমরা কিছুদিন আগে এই কমিটি গঠনকে কেন্দ্র করে প্রার্থীদের বায়োডাটা নিয়ে যাচাই-বাছাই করে পরীক্ষিত নেতাদের হাতে কমিটির দায়িত্ব তুলে দিলাম। আশা করছি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ তারা রাজপথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করবে। আমরা তাদের সফলতা ও মঙ্গল কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়