চাঁদপুর, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ৯ জিলকদ ১৪৪৪   |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০

২৫০ শয্যার পুরো হাসপাতালকেই করোনার জন্যে ডেডিকেটেড করা হতে পারে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল পুরোটাকেই করোনার জন্যে ডেডিকেটেড ঘোষণা করা হতে পারে।

জেলায় প্রতিদিন একশ’র উপরে এবং দুইশ’র কাছাকাছি রোগী বাড়তে থাকায় জেলা স্বাস্থ্য বিভাগ এই সিদ্ধান্ত নেয়ার চিন্তা করছে। এ তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম।

চাঁদপুরে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে গত রোববার অনুষ্ঠিত জেলা স্বাস্থ্য বিভাগের জরুরি সভায় এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে ডাঃ মাসুম চাঁদপুর কণ্ঠকে জানান। অন্যান্য রোগীর বেলায় কী হবে এমন প্রশ্নের জবাবে ডাঃ মাসুম বলেন, এ বিষয়ে অবশ্যই বিকল্প চিন্তা করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে বলে তিনি জানান।

এ বিষয়ে গত সোমবার সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর সাথে কথা হয়। তিনি চাঁদপুর কণ্ঠকে জানান, এখনো পর্যন্ত যে অবস্থায় আছে পরিস্থিতি এমন থাকলে হয়ত সেদিকে যেতে হবে না। তবে পরিস্থিতির আরো অবনতি তথা রোগী আরো বাড়তে থাকলে হয়ত তখন এর বিকল্প কিছু থাকবে না। যদি তাই হয়, তখন এই হাসপাতালে শুধু গাইনী ও শিশু ওয়ার্ডে রোগী ভর্তি হবে। অন্য রোগীদের তখন আর ভর্তি করা যাবে না ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়