প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর শহরের পুরাণবাজার ফলপট্টির একটি দোকানে সংঘটিত চুরির ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে ফেসবুকে সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত করে চোরকে আটক এবং আংশিক টাকা উদ্ধার করেছে পুলিশ। পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা মঙ্গলবার রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে চোর ফারুক পাটওয়ারী (৪৫)কে হাজীগঞ্জ উপজেলার করদি সিদলা গ্রাম থেকে গ্রেফতার করেন। এ সময় চুরি হওয়া টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন। আটক ফারুক পাটওয়ারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ ও ঢাকাতে একাধিক চুরির মামলা রয়েছে।
আটক চোর ফারুক জানায়, সে খুব ভোরে চুরির উদ্দেশ্যে হাজীগঞ্জ থেকে পুরাণবাজারে আসে। ফলপট্টি এলাকায় সে অবস্থান করে বিস্কুটের দোকানি ও ফল ব্যবসায়ী কালাম মিয়াকে ফলো করে। পরে দোকানে টাকার ব্যাগ রেখে কালাম মিয়া পানি আনতে গেলে এই সুযোগে সে ব্যাগ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা জানান, চুরির ঘটনাটি ফেসবুকে সিসি টিভির ফুটেজসহ প্রচার হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি চোরের সন্ধান দেন। যাচাই-বাচাই শেষে আমরা হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়ে চোরের বাড়িতে অভিযান চালাই। এ সময় চুরিকৃত টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।