চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট পাঠাগার গড়ে তুলতে হবে
অনলাইন ডেস্ক

‘আলোকিত হই, পথ দেখাই’ এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০১৪ সাল থেকে পাঠকদের বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দিচ্ছে ‘অগ্নিবীণা পাঠাগার’। পাঠকদের দেশি-বিদেশি ও গুণী লেখকদের আরো বেশি পরিমাণ বই পড়ার সুযোগ করে দিতে অগ্নিবীণা পাঠাগার ফেব্রুয়ারি মাসব্যাপী বই সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাবুরহাটস্থ অগ্নিবীণা পাঠাগারের নিজস্ব কার্যালয়ে মাসব্যাপী বই সংগ্রহের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, চাঁদপুরের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

অগ্নিবীণা পাঠাগারের' সভাপতি সামিউল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্তিক সংগঠনের সভাপতি কাজী আশরাফুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট পাঠাগার গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে আধুনিক, যুগোপযোগী ও মননশীল হিসেবে গড়ে তোলার জন্য বই পড়ার বিকল্প নেই।

এ সময় তিনি মাসব্যাপী বই সংগ্রহ কর্মসূচির সফলতা কামনা করেন এবং অগ্নিবীণা পাঠাগারের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্নিবীণা পাঠাগারের সহ-সভাপতি আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক নাদিয়া সুলতানা নদী, নারী সম্পাদক নাহিদা সুলতানা খান তমা, সদস্য জিনিয়া জিম, উম্মে হাবিবা মুমু, ফারহানা মিলি, ইয়াসিন সাকিব, ওমর ফারুক শুভসহ অগ্নিবীণা পাঠাগারের পাঠকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়