চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আপনার কাছে প্রতিটি মানুষই সমান হওয়া উচিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় তিনি বলেন, প্রতিটি কাজ করার জন্যে সুনির্দিষ্ট আইন রয়েছে। আপনাদের ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্যেও রয়েছে আইন। সেসব আইন পড়লে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কোনো কাজ করলে আগে মাথায় রাখবেন পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কি না। আইন-কানুন মেনে কাজ করলে বিপদে পড়ার শঙ্কা কম থাকে।

তিনি আরো বলেন, যেহেতু শপথ নিয়েছেন সেহেতু আজ থেকে আপনি জনগণের সেবক। চেয়ারম্যানের জায়গায় এসেছেন মানে অনেক সম্মানের জায়গায় এসেছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন করা অনেক কঠিন ব্যাপার। কঠিন একটা নির্বাচন করে আপনি এখানে এসেছেন। কেউ ভোট দিয়েছেন কেউ দেয়নি, কিন্তু আপনার কাছে প্রতিটি মানুষই সমান হওয়া উচিত। মানুষের খুব কাছাকাছি যাওয়ার যেহেতু সুযোগ হয়েছে সেহেতু বিচারটা ঠিকমতো করবেন। জনগণের কাছে ওয়াদা করে নির্বাচিত হয়েছেন, সেই ওয়াদা আপনার পূরণ করতে হবে।

স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেনের সভাপ্রধানে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেন।

এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা প্রেসক্লাব, হাইমচর-এর সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়