চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

এ কাজটি মনে হয় অনেক কঠিন!
পর্যবেক্ষক ॥

চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড় শপথ চত্বরে চাঁদপুর টাওয়ারের দক্ষিণ-পশ্চিম পাশে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অলিখিত একটি স্ট্যান্ড পাকাপোক্ত হয়ে গেছে। এই তথাকথিত স্ট্যান্ডে থাকে সিএনজি অটোরিকশার অবাধ দৌরাত্ম্য। এই দৌরাত্ম্য ট্রাফিক পুলিশ ও পৌর কর্তৃপক্ষের গা-সওয়া হয়ে গেছে বলে মনে হচ্ছে। প্রতিদিন সকালে বড় স্টেশন থেকে তৈলবাহী ট্রাকগুলো একের পর এক রওনা দিয়ে যখন শপথ চত্বরে পৌঁছে, তখন এই সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এমন অবরুদ্ধতা তৈরি করে যে, ট্রাকগুলো থেমেই থাকতে হয় অনেকক্ষণ। এর ফলে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক ও আঃ করিম পাটওয়ারী সড়কে কেবল যানজট নয়, কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শহরের বিভিন্ন গন্তব্য অভিমুখী যানবাহনের যাত্রীরা পাঁচ মিনিটের রাস্তা আধা ঘণ্টায়ও পাড়ি দিতে পারে না। এমতাবস্থায় শক্তি-সামর্থ্য আছে এমন যাত্রীরা যান থেকে নেমে যানজটযুক্ত এলাকা ফুটপাত দিয়ে হেঁটে পাড়ি দেয় এবং তারপর অন্য যানবাহনে উঠে গন্তব্যে রওনা দেয়। যাত্রীদের মধ্যে শিশু, বৃদ্ধ ও নারী যারা থাকে এবং যেসব যাত্রীর কাছে অনেক মালামাল থাকে, তারা বাধ্য হয়ে যানজট হজম করতে হয় এবং মূল্যবান সময় নষ্ট করতে হয়। এমনটি শুক্র ও শনিবার সহ অন্যান্য ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি পাঁচদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঘটে থাকেই। এছাড়া সপ্তাহের ৭দিনই সন্ধ্যা ছয়টা থেকে রাত ৮-৯টা পর্যন্ত শপথ চত্বরে যানজটের কম-বেশি ধকল যানবাহনসহ যাত্রীদের পোহাতে হয়ই। কারণ ঐ সিএনজি অটোরিকশার দৌরাত্ম্যই।

ভুক্তভোগীরা শ্লেষ করে বলছেন, বর্তমানে চাঁদপুর শহরে মনে হয় অনেক কঠিন কাজ হচ্ছে শপথ চত্বরে সিএনজি অটোরিকশার দৌরাত্ম্য নিরসন। এজন্যে বিশেষ বাহিনীর সহযোগিতা নিতে হয় কিনা সেটাই দেখার অপেক্ষা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়