চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

কচুয়ায় রিয়া হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়ার নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানজিনা আক্তার রিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শত শত নারী-পুরুষ। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা আকতার হোসেন মিন্টু, মা মায়া আক্তার, নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফখরে আলম মুন্সী, প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, স্থানীয় অধিবাসী আছমা বেগম, শিরীন আক্তার, শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চার মাসের অন্তঃসত্ত্বা তানজিনা আক্তার রিয়াকে পরিকল্পিতভাবে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে তার স্বামী উপজেলার নোয়াগাঁও গ্রামের আলমগীর ৯ জানুয়ারি রাতের কোনো এক সময় নিজ গৃহে আড়ার সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। তারা রিয়া হত্যাকারীর গ্রেফতার ও ফাঁসি কার্যকর করার দাবি জানান।

এদিকে নিহত রিয়ার মা মায়া আক্তার বাদী হয়ে গত ১৯ জানুয়ারি চাঁদপুরের আমলী আদালতে তানজিনা আকতার রিয়ার স্বামী আলমগীর হোসেনসহ তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন, যার নং-৪৬। মামলাটি কচুয়া থানায় পাঠানো হলেও পুলিশ আসামী ধরতে গড়িমসি করছে বলে মানববন্ধনে বক্তারা দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়