চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

তোমাদের আধুনিক শিক্ষার সাথে পরিচিত হতে হবে
বাদল মজুমদার ॥

হিফজুল কুরআন শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন পরিচালিত আল-আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নতুন বাজার ট্রাকরোড এলাকায় আল-আমিন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আনম ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তার বক্তব্যে বলেন, উন্নত বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। আমাদের অর্থনীতির জায়গাটা অনেক শক্তিশালী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আধুনিক শিক্ষার সাথে পরিচিত হতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে পরিচিত হতে হবে। যারা নৈতিকভাবে শক্ত হয় তাদের চরিত্রের জায়গাটা দৃঢ় হয়। তারাই কর্মক্ষেত্রে সততার প্রভাব ফেলতে পারে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারী নূরুল ইসলাম, আল-আমিন মডেল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস শুক্কুর মোস্তান, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজম ইসমাইল আজাদ, চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস শোয়েব, জেলা জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এমআই মমিন খান, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ফরিদ আহম্মেদ মোস্তান। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়