চাঁদপুর, শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০, ১২ জিলকদ ১৪৪৪  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বাগাদীতে কিশোরীকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সোহাঈদ খান জিয়া ॥

বাগাদীতে কিশোরী রুমাকে অপহরণ করে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ বাবুল শেখ (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৩ থেকে জানানো হয়, ২২ ফেব্রুয়ারি বুধবার রাতে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবুল এবং রুমার বাড়ি চাঁদপুর সদরের দক্ষিণ বাগাদী গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, রুমার পরিবারের সঙ্গে বাবুলের জমি নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে বাবুল রুমার বাবাকে উচিত শিক্ষা দেয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী ২০০১ সালের ৭ জানুয়ারি বাবুল ও তার দুই সহযোগী রুমাকে অপহরণ করে। তাকে একটি ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। পরে রুমাকে গণধর্ষণ করা হয়। এতে রুমা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং বারবার তাকে ছেড়ে দেয়ার জন্যে অনুরোধ করতে থাকে। রুমা চিৎকার করার চেষ্টা করলে বাবুল তার গলা টিপে ধরে। শ্বাসরোধে মারা যায় রুমা। তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় বাবুল ও তার সহযোগীরা। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাবুলসহ কয়েকজনের নামে চাঁদপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

র‌্যাব আরও জানায়, মামলার পর বাবুলকে ২০০১ সালে গ্রেপ্তার করে পুলিশ। ৫ বছর কারাগারে থেকে ২০০৫ সালে জামিনে মুক্তি পায় বাবুল। জামিনে মুক্ত হয়ে সে নিজ এলাকা ছেড়ে পরিবার নিয়ে দেশের বিভিন্ন স্থানে বাস করতে শুরু করে। ২৩ ফেব্রুয়ারি তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। অপর দুই আসামি মামলার পর থেকেই পলাতক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বাবুল এবং তার দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়