চাঁদপুর, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে কাভার্ড ভ্যান তাড়া করে ৪ ডাকাত আটক
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ড ভ্যান (ট্রাক) ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান আটক ও তল্লাশি করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা (নং-২০) দায়ের এবং শনিবার দুুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

আটককৃতরা হলো : হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া হাজী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে খাজা আহম্মদ, শাহরাস্তি উপজেলার বাটনীখোলা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে মোঃ কামাল হোসেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভবেরচর গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে মোঃ নজরুল ইসলাম ও একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পুংকাবা গ্রামের আঃ লতিফের ছেলে মোঃ জহির হোসেন।

পুলিশ জানায়, এদিন রাতে একটি কাভার্ড ভ্যান তাড়া করে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে তাদের আটক করেন উপ-পরিদর্শক (এসআই) আঃ রবসহ সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশ কাভার্ডভ্যান থেকে ডাকাতির সরঞ্জাম জব্দ ও আন্তঃজেলা ডাকাত দলের চারজনকে আটক করে। তারা সাধারণত কৃষি মাঠের মধ্যে বিদ্যমান বিচ্ছিন্ন বাড়িতে (যেখানে গরু আছে) ডাকাতি করতো। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির বেশ ক’টি মামলা রয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, দীর্ঘদিন ধরে তারা এ কাভার্ড ভ্যানটি দিয়ে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় ডাকাতি করে আসছিলো। ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ড ভ্যান ও ডাকাতির সরঞ্জাম জব্দসহ তাদেরকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়