চাঁদপুর, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ২০ জিলকদ ১৪৪৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ১৭ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন না করতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সর্বোচ্চ চেষ্টা
  •   বিজ্ঞান শিক্ষায় আগ্রহীদের উদ্ভাবক হিসেবে তৈরি করতে হবে : জেলা প্রশাসক কামরুল হাসান
  •   একদিনের ব্যবধানে ৪ মেয়ে শিশুর মৃত্যু : এবার আশিকাটিতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন
  •   ২৮৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজীগঞ্জ পৌরসভা

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০

চাঁদপুরে বিভাগীয় পর্যায়ে ৩জন মনোনিত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমী হতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর শহরের ফিশারী গেইট নূরজাহান নিবাস ইফার হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দুই ক্যাটাগরিতে জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশ নেন। এর আগে উপজেলা ভিত্তিক দুই ক্যাটাগরিতে ইমাম বাছাই সম্পন্ন হয়। পরে তাদেরকে জেলা সম্মেলন লিখিত পরীক্ষা ও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকা বিষয়ের ডকুমেন্টের উপর জেলায় ৬ জনকে বিভাগীয় পর্যায়ে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ মোসা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, জেলা জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম প্রমুখ।

ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কচুয়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওঃ গোলাম কিবরিয়া। নাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করেন হাজীগঞ্জ চড়পাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওঃ মাসুদুর রহমান। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাইমচর ফকির বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ মোখতার আহমেদ।

সম্মেলনে ২০২২-২৩ অর্থ বছরের জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে মনোনীত হয়েছেন ১ম স্থান মাওঃ মোঃ মাকসুদুল আমিন (ফরিদগঞ্জ), ২য় স্থান মাওঃ আবু মুসা (মতলব দক্ষিণ) ও ৩য় স্থান মাওঃ মোহাম্মদ মোবারক হোসেন (কচুয়া)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়