প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

মতলব উত্তর উপজেলায় একটি ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) চাপায় বিজয় চন্দ্র দাশ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মোহনপুর এলাকায় বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু বিজয় চন্দ্র দাশ উপজেলার মোহনপুর এলাকার সৌরভ চন্দ্র দাশের সন্তান। চার ভাই-বোনের মধ্যে বিজয় সবার বড় ছিল।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বিজয় বাড়ির পাশে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধের ওপর হাঁটছিল। হঠাৎ ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে বিজয়ের মাথা, মুখমণ্ডল, বুক, পা, পিঠসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরিবার ও আশপাশের লোকজন দ্রুত এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা সৌরভ চন্দ্র দাশ বলেন, চালকের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই তার ছেলেটি মারা গেছে। এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। এর দায় ওই চালকের। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : প্রথম আলো।