প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০০:০০

দেশপ্রেমিক অসহায় একজন মুক্তিযোদ্ধার ঋণ নেয়ার আবেদনপত্র পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ৭০ হাজার টাকা ঋণ দিয়ে মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানানোর এক দৃষ্টান্ত দেখালো ফরিদগঞ্জের পল্লী উন্নয়ন অফিস।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন অসহায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের হাতে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুছ ছালাম জুয়েল, এআরডিও আবু শামিম ও কাউছার আহাম্মেদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কাউনিয়া গ্রামের অসহায় মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম আর্থিক সংকটে পড়ে পল্লী উন্নয়ন সমবায় অফিসে সরল সুদে ঋণ পেতে আবেদন করেন গত বুধবার সকালে। একজন অসহায় মুক্তিযোদ্ধার এই আবেদনকে গুরুত্ব দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে ৭০ হাজার টাকার শতকরা ৮ শতাংশ সরল সুদে ঋণের চেক তুলে দেয়া হয়েছে গতকাল ।
এই টাকা পেয়ে স্বস্তি প্রকাশ করে অসহায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আবেদন দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে এই টাকার চেক হাতে পাওয়াটা আমার জন্য বিশাল সম্মান বলে মনে করি।
এ নিয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুছ ছালাম জুয়েল বলেন, দেশপ্রেমিক একজন অসহায় মুক্তিযোদ্ধার আবেদনের ৪৮ ঘন্টার মধ্যে সরল সুদে ৭০ হাজার টাকার চেক মুক্তিযোদ্ধা সিরাজুলের হাতে তুলে দিতে পেরে সত্যিই স্বস্তি প্রকাশ করছি।