প্রকাশ : ২০ জুলাই ২০২১, ০০:০০

গতকাল ১৯ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যার পিতা মরহুম মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। তিনি মরহুম মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়ার বর্ণাঢ্য জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন। বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ফরহাদ হোসেন, বিদ্যোৎসাহী সদস্য মোঃ গোলাম ফারুক, মাহমুদ আহমেদ মিঠু, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহ্ জামাল, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক নাজমা আক্তার, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান (সম্পাদক, শিক্ষক পরিষদ), অধ্যাপক মোঃ শাহজাহান সরকার, অধ্যাপক মোঃ বেলাল হোসেন, অধ্যাপক শ্রীকৃষ্ণ দে, অধ্যাপক বিলকিস আরা বেগম, অধ্যাপক মোহাম্মদ ম্যোযাম্মেল হুসাইন ও অধ্যাপক তৌহিদা আক্তার (উদ্ভিদবিদ্যা বিভাগ)। উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান (সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আবু নোমান মোঃ মফিজুর রহমান (ইসলামী শিক্ষা বিভাগ)। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রয়াত শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ভূমিদাতা সদস্যবৃন্দের রুহের মাগফেরাত কামনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, হাজীগঞ্জ-শাহ্রাস্তির এমপি ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমসহ সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেন। তিনি সুখী সমৃদ্ধশালী উন্নত সোনার বাংলা বাস্তবায়নে সৃষ্টিকর্তার কাছে রহমত কামনা করেন।