প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০

চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের বড় ভগ্নিপতি, বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ মজুমদার একেএম ফারুক এবং চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার শাহজাহান চোকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেয়র জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর পৌর পরিষদ। এই দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।