প্রকাশ : ৩০ জুন ২০২২, ০০:০০

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত সুমন সরকার (২৭) উপজেলার দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামের শহিদ উল্লাহ সরকারের ছেলে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন সরকার পেশায় অটোবাইক চালক। প্রতিদিনের মতো উপজেলার বাংলাবাজার এলাকা থেকে কাঠ-বোঝাই করে আসার পথে বেড়িবাঁধে উঠার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ-বোঝাই করে গাড়িটি বেড়িবাঁধের ওপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক সুমন কাঠ এবং গাড়ির নিচেই পানিতে চাপা পড়ে। আমরা তাকে দ্রুত উদ্ধার করি। কিন্তু পানির নিচে থাকায় খুঁজে পেতে অনেক সময় লেগে যায়। ধারণা করা হচ্ছে পানির নিচে চাপা থাকা অবস্থায়ই তার মৃত্যু হয়। এদিন বাদ মাগরিব নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে হরিণা কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, সুমন দুই ভাইয়ের মধ্যে ছোট। সুমনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।