চাঁদপুর, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০

অ্যাডভোকেট মিজানের ভগ্নিপতির ইন্তেকাল
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডের বাসিন্দা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমানের ছোট বোন মরিয়ম হোসাইন মুন্নির স্বামী মোঃ মকবুল হোসাইন মুকুল (৫৭) গত ২৪ জুলাই শনিবার যুক্তরাষ্ট্র সময় রাত সাড়ে ১১টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে নিউজার্সি অঙ্গরাজ্যের খরারহমংঃড়হণ্ডএ অবস্থিত ঝঃ. ইধৎহধনধং ঐড়ংঢ়রঃধষণ্ডএ দীর্ঘ ৪ মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, মকবুল হোসাইন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের মজুমদার বাড়ির সন্তান। তার বাবা মরহুম আলহাজ্ব মোঃ নুরুল হক মজুমদার এবং মা মরহুমা লতুফা বেগম। ৭ ভাইণ্ডবোনের মধ্যে তিনি পঞ্চম। তারা সকলেই স্থায়ীভাবে আমেরিকা প্রবাসী। মকবুল পরিবারণ্ডপরিজন নিয়ে নিউজার্সি অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতেন। গত ৪ মাস আগে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে নিউজার্সির ৩টি হাসপাতালে তার উন্নত চিকিৎসা চলে। কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে তিনি চলে গেলেন না ফেরার দেশে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, দানশীল, পরোপকারী এবং সকল আত্মীয়ণ্ডস্বজনের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তার দুই ছেলে ও এক মেয়ে। ছেলে মোঃ নাহিয়ান হোসাইন বর্তমানে নিউজার্সি অঙ্গরাজ্যের গড়হঃপষধরৎ ঝঃধঃব টহরাবৎংরঃুতে ঋরহধহপব ধহফ গধৎশবঃরহম ঝঁনলবপঃণ্ডএ লেখাপড়া করছেন এবং মেয়ে রামিশা হোসাইন একই অঙ্গরাজ্যের ঈধষফবিষষ টহরাবৎংরঃু তে ইঁংরহবংং অফসরহরংঃৎধঃরড়হ ধহফ ঈড়হপবহঃৎধঃরড়হ ঝঁনলবপঃণ্ডএ টঝ এড়াবৎহসবহঃণ্ডএর ংপযড়ষধৎংযরঢ় নিয়ে লেখা পড়া করছেন।

গত ২৫ জুলাই রোববার বাদ আসর নিউ জার্সির চবঃবৎংড়হণ্ডএর ঠধহ ঐড়ঁঃবহ ঝঃৎববঃ ণ্ডএ জালালাবাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন ২৬ জুলাই সোমবার যুক্তরাষ্ট্র সময় সকাল সাড়ে ৯টায় নিউজার্সির ঞড়ঃড়ধি জড়ধফণ্ডএর পাশে অবস্থিত খধঁৎবষ এৎড়াব ঈবসবঃবৎু নামক কবরস্থানে মরহুম মোঃ মকবুল হোসাইনকে চির নিদ্রায় শায়িত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়