চাঁদপুর, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ৫০ বছরের ঈমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি
  •   চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই
  •   সড়কের পাশে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো নারীর
  •   প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০

নারী নির্যাতনকারী ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মোহাম্মদ মহিউদ্দীন/মেহেদী হাসান ॥

কচুয়ায় মোবাইল চুরির অপবাদে সুমি (২১) নামে এক নারীকে নির্যাতন করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে বুধুণ্ডা গ্রামের সিফাত উল্লাহর ছেলে মেহেদী (২০), শফিকের ছেলে শাহজালাল (২৬) ও আবুল কাসেমের ছেলে শফিক (২৬)। এ ব্যাপারে নির্যাতনের শিকার সুমির মা পারভীন বেগম বুধবার কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১।

পারভীন বেগম চাঁদপুর কণ্ঠকে জানান, সুমি বিতারা ইউনিয়নের বুধুণ্ডা গ্রামের আমানিয়া প্রধানীয়া বাড়ি ইলিয়াসের কন্যা। মঙ্গলবার বুধুণ্ডা গ্রামের আমানিয়া প্রধানীয়া বাড়ির শফিকুল ইসলামের মোবাইল চুরি হলে তারা আমার মেয়ে সুমির বিরুদ্ধে মোবাইল চুরির আপবাদ রটায়। অপবাদ ছড়ানোর এক পর্যায়ে মঙ্গলবার রাতে শরিফুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা সুমিকে আমানবিক শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের সময় তারাই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে এ নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে। বিষয়টি রাতেই জানাজানি হলে এলাকার লোকজনের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন চাঁদপুর কণ্ঠকে জানান, থানায় অভিযোগ পাওয়া মাত্র পুলিশ পাঠিয়ে এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃত তিন আসামীকেই আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়