প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরীর বিদায় ও নতুন শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিনের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হূমায়ন রশিদ। উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আকতারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষকদের পক্ষে সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, মোঃ আক্তার হোসেন, মোঃ আবদুল হান্নান, মাদ্রাসার শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা তালুকদার, বিদায়ী শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী ও নব যোগদানকৃত শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান ও অন্য শিক্ষকবৃন্দ।