প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

অগ্রহায়ণ মাসের আজ ১৮ তারিখ। কড়া নাড়ছে শীত। সারাদিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা। তবে এখনো জেঁকে বসেনি শীত। শীতকে মোকাবেলা করতে চাঁদপুরের ফুটপাত, মার্কেট ও দোকানগুলোতে গরম কাপড়ের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। আবহাওয়া দপ্তর সূত্র জানায়, আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তখনই শীতের অনুভব বেশি হবে। তাই ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় কিনতে ভিড় করছেন মানুষ।
শুধু সীমিত আয়ের মানুষজনই নয়, বরং দোকানের চেয়ে ফুটপাতের গরম কাপড়ের দাম তুলনামূলক কম হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত মধ্যবিত্ত শ্রেণির মানুষের সমাগম ভাসমান এই দোকানগুলোতে দেখা যায়।
ছবি দুটি চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও হাসান আলী সরকারি হাইস্কুল মাঠ থেকে তোলা। ছবি : চাঁদপুর কণ্ঠ।