প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর শহরের পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রমের সাধারণ সম্পাদক, চাঁদপুর লাকী ডেকোরেটর্সের স্বত্বাধিকারী দীপক রায়ের আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর শুক্রবার সকালে চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ সখিনা ভবনে দীপক রায়ের আয়োজনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর মিশ্রি ভোগ, বাল্য ভোগ, পূজা, কীর্ত্তন, সমবেত প্রার্থনা ও দুপুরে রাজভোগ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন মঠ, মন্দিরসহ জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ ভক্ত-অনুরাগী যোগ দেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানে শুকদেব রায়, জয়রাম রায় ও দীপক রায় আগত ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক তাদেরকে মহাপ্রসাদে আপ্যায়িত করেন।