প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ও সম্পাদকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সমিতি কার্যালয়ে নির্বাচিত সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপনকে তাদের স্ব স্ব স্থানে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ সেলিম আকবর, সিনিয়র আইনজীবী শেখ আবুল খায়ের সালেহ, মিজানুর রহমান, আমিন মিয়াসহ কার্যকরী কমিটির অন্য সদস্যসহ আইনজীবীরা।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল জয় পেয়েছে ১৩টি পদে।