চাঁদপুর, শনিবার, ১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ৯ রমজান ১৪৪৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

পুরাণবাজার প্রভাতী সংঘের সরস্বতী পূজা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার বাদামতলী দাসপাড়া প্রভাতী সংঘের বর্ণিল আয়োজনে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি বৃহস্পতিবার শ্রী শ্রী পঞ্চমী তিথির শুভলগ্নে শিক্ষার্থীসহ নারী, পুরুষ, সম্মলিতিভাবে দেবী চরণে অঞ্জলি প্রদান করেন। তারা বিশ্ব শান্তি ও নিজেদের সুখ শান্তি কামনা করেন। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

রাত সাড়ে আটটায় প্রভাতী সংঘের উদ্যোগে হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলাই চন্দ্র সরকার, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার মিসেস তানিয়া খান ও পরিবেশ আন্দোলনের প্রতিষ্ঠাতা আশিক খান।

প্রভাতী সংঘের আহ্বায়ক রামগোপাল দাসের সভাপতিত্বে ও প্রভাতী দুর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক কিরণ দাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রাজু দে, প্রচার সম্পাদক সুশান্ত ঘোষ।

এ সময় শিব মন্দিরের সাধারণ সম্পাদক রাজিব দে, প্রভাতী সংঘের সদস্য সচিব বাবু দাস (গোপাল), সদস্য শাওন দাস, সমর রায়, জয় মজুমদার, সমিরণ দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়