চাঁদপুর, শনিবার, ১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ৯ রমজান ১৪৪৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে তোমাদের
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১ ফেব্রুয়ারি (বুধবার) কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

তিনি বলেন, আজকের এ দিনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবনের এ ধাপটি জীবনের সবচেয়ে মূল্যবান ধাপ। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশকে স্মার্ট করতে হলে, তোমাদের পড়ালেখা করে স্মার্ট হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে তোমাদের। তোমরা সময় নষ্ট না করে এখনই পড়ালেখায় মনোযোগী হতে হবে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিংবডির বিদোৎসাহী সদস্য আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, মোঃ গোলাম সারওয়ার, সাহেরা আক্তার, সামিমা আক্তার, মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, ফারজানা আক্তার, মোঃ জিয়াউর রহমান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, কলেজের প্রভাষক মোঃ হানিফ মিয়া, মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, মোঃ মানিক মিয়া, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ মাহবুবুর রহমান, প্রদর্শক মোঃ মুঞ্জুর হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন আল হাসান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও গভনির্ংবডির অভিভাবক সদস্য মোঃ দিদার হোসেন মিজি, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোঃ সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম ক্বারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির চৌধুরী, ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ বিল্লাল হোসেন খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল ক্বারী, অভিভাবক ডাঃ মোঃ হাসান মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি সহ অন্য অতিথিবৃন্দ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এশা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়