চাঁদপুর, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন
  •   মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
  •   মতলব উত্তর নৌপুলিশের অভিযানে ১২৫ কেজি জাটকাসহ আটক ৪
  •   হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
  •   ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে শিশু দিবসে প্রজ্জ্বলনের শিশু উৎসব
শামীম হাসান ॥

১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলনের শিশুদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো শিশু উৎসব।

১৭ মার্চ (শুক্রবার) ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। কয়েকটি ইভেন্টে সম্পন্ন হওয়া শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশীদ সাগর।

এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা যথাযথ বেড়ে উঠার জন্য এবং তাদের পড়াশোনার উপকরণ সংগ্রহসহ তাদের সহযোগিতা করার লক্ষ্যে যতগুলো উদ্যোগ নেয়া হয় সবগুলো উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রজ্জ্বলনের স্বেচ্ছাসেবীদের কাজে সহায়তা করা উচিত। শিশুরা এখান থেকে যে নৈতিক গুণাবলি এবং পাঠ্যক্রমের শিক্ষা গ্রহণ করে আগামী কয়েক বছর পর এদের থেকে যদি শিক্ষিত ছেলে-মেয়ে বেরিয়ে আসে সেটি হবে প্রজ্জ্বলনের উদ্যোক্তাদের সফলতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সভাপতি আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ, প্রেসক্লাব সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী মমিন, প্রজ্জ্বলনের সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সদস্য হাসান আহম্মেদ সাকিব, সদস্য আল-আমীন হোসেন, সাইমুন হোসেন, রনি সহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়